৩১-এ পা রাখলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার পায়ের জাদুতে বুঁদ গোটা বিশ্বের ফুটবলপ্রেমী। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য অনুরাগী। নেইমারের ব্যক্তিগত জীবন ঠিক কেমন। কতজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। একাধিক প্রেম এসেছে তাঁর জীবনে। এমনকি মাত্র ১৯ বছর বয়সেই বাবা হয়েছেন তিনি।
জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ও ব্যবসায়ী ব্রুনা বিয়ানকার্ডিকে ডেট করছিলেন নেইমার। কিন্তু ২০২২ সালের ৯ ডিসেম্বর তাঁদের সম্পর্কে ফাটল ধরে। এর আগে নেইমারের গার্লফ্রেন্ড ছিলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ব্রুনা মারকুইজিন। বেশ কয়েক বছর প্রেম করলেও টেকেনি সেই সম্পর্ক।
আরও পড়ুন- ৩৮-এ পা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, পর্তুগাল তারকাকে শুভেচ্ছা অগণিত অনুরাগীর
নেইমারের প্রথম বান্ধবী ছিলেন ক্যারোলিনা দান্তাস। তাঁদের একটি সন্তানও রয়েছে। এছাড়াও নেইমারের বান্ধবী তালিকায় রয়েছেন এলিজাবেথ মার্টিনেজ নামে এক স্প্যানিশ তরুণী এবং ব্রাজিলিয়ান মডেল তাইলা আয়লাও।