নোভাক জকোভিচকে বিষ! শুনে অবাক হচ্ছেন? চমকে যাচ্ছেন? চমকই বটে! অন্য কেউ না! এই দাবি করেছেন স্বয়ং টেনিসের মহাতারকা। ২০২২ সালের জানুয়ারি মাসে কোভিডের টিকা না নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে যাওয়ার পর তাঁকে ও দেশে ঢুকতে না দিয়ে একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেই সময়ই তাঁকে বিষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করলেন জকোভিচ।
ঘটনাটি ধরা পড়ে, সার্বিয়ায় গিয়ে জকোভিচের স্বাস্থ্য পরীক্ষার সময়ে। সেখানে তাঁর শরীরে সীসা এবং পারদ পাওয়া যায়। ভিসা সমস্যার কারণে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। উল্লেখ্য, করোনা টিকা না নেওয়ার কারণে ২০২২ সালের ইউএস ওপেনও খেলতে পারেননি তিনি।
২০২২ সালের ঘটনা তাঁর মনের উপর গভীর ছাপ ফেলে যায়। জকোভিচ জানান, 'সেই ঘটনার পর থেকে যতবার অস্ট্রেলিয়ায় এসেছি এবং আমার পাসপোর্ট পরীক্ষা করা হয়েছে ততবার ২০২২ সালের স্মৃতি ফিরে এসেছে। আমার এখনও অভিবাসন প্রক্রিয়ার সময় অস্বস্তি হয়।'
রবিবার থেকে শুরু ২০২৫ এর অস্ট্রেলিয়ান ওপেন। জকোভিচের প্রথম ম্যাচ ১৯ বছরের নিসেস বাসাভেরেড্ডির বিরুদ্ধে।