রবিবার আর্জেন্টিনা বনাম ফ্রান্সের হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় কার্যত প্রহর গুনছে ফুটবল বিশ্ব। কিন্তু মাঠে নামার আগেই ফ্রান্সকে কার্যত চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল এক বহুজাতিক সংস্থা। ইতিমধ্যেই ফ্রান্সের জার্সিতে বাড়িয়ে দেওয়া হয়েছে তারার সংখ্যা।
এর আগে ইংল্যান্ডের জন্যও এমন জার্সি তৈরী হয়েছিল, কিন্তু কাতারের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংরেজরা। অভিযোগ তা থেকেও শিক্ষা নেয়নি নাইকি। আগেভাগেই তারা ফ্রান্সের জন্য তৈরী করে ফেলেছে নতুন জার্সি। ফ্রান্স জিতলে সেই জার্সি গায়েই ট্রফি নেবেন এমবাপেরা।
ওই খেলার সরঞ্জাম প্রস্তুরকারী সংস্থার বিশ্বাস মেসিকে হারিয়ে হাতে কাপ তুলবেন এমবাপেরাই৷ সেইমতোই জার্সিও প্রস্তুত করে ফেলেছেন তারা৷ তারার সংখ্যা বাড়িয়ে করা হয়েছে তিনটি। অর্থাৎ আগে ভাগেই তারা ধরে নিয়েছেন কাতার বিশ্বকাপে তৃতীয় বারের জন্য ট্রফি হাতে নেবে ফ্রান্সই। যদিও এই ঘটনায় সিঁদূরে মেঘ দেখছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।