আগামী ১৩ থেকে ১৯ জানুয়ারি রাঁচিতে অনুষ্ঠিত হবে এফআইএইচ হকি অলিম্পিক কোয়ালিফায়ার ম্যাচ। অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের পর্বের ম্যাচের জন্য ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছে গিয়েছে চিলি মহিলা হকি দল।
রাঁচিতে পৌঁছতেই চিলির মহিলা দলকে স্বাগত জানালেন আয়োজকরা। প্রথা অনুযায়ী, সাঁওতালি মাদলের সুরে তাল মেলাল চিলির মহিলা হকি দলের খেলোয়াড়রা।
আরও পড়ুন - T-20 বিশ্বকাপ জিততে প্রয়োজন বিরাট-রোহিতকে, মত সুনীল গাভাসকরের
এরপর তাঁদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। গলায় পরিয়ে দেওয়া হয় গাঁদার মালা এবং তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহারও।