করোনার টিকা তিনি কিছুতেই নেবেন না। এক রকম ধনুকভাঙা পণ করেই ছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ (NovakDjokovic)।
২০২০ সালে যখন সারা বিশ্বে করোনার প্রকোপ চলছে, তখনই জকোভিচ (Novak Djokovic) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, টিকা নিতে তাঁকে কেউ জোর করুক, তা তিনি চান না।
বিশ্বজুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্তের সময়েও গত ডিসেম্বরে নিজের অ্যাকাডেমিতে কচিকাঁচাদের সঙ্গে ছবি তুলেছিলেন মাস্ক ছাড়াই।
অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে গেলে টিকা নিতেই হবে, এমন ঘোষণা আগেই করেছিল ওই দেশের সরকার। টিকা না নেওয়ার জন্য ভিসাও বাতিল করা হয়েছিল জকোভিচের। তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলে ভার্চুয়াল শুনানিতে জকোভিচের পক্ষেই রায় দেন বিচারক। আর এতেই বিতর্কের আগুনে ঘি পড়েছে।
গ্রিক টেনিস তারকা তথা এই মুহূর্তে পুরুষদের টেনিসে বিশ্বের চার নম্বর স্তেফানোস সিতসিপাস (Stefanos Tsitsipas) বলেন, “টিকা না নিয়ে এখন অস্ট্রেলিয়ায় ওপেন (Australian Open) খেলা মানে, জকোভিচের জন্য গোটা গ্র্যান্ড স্ল্যাম বিপদে পড়বে।“
এমনকি ২০২১ সালের ফরাসি ওপেন জয়ী এই প্রশ্নও করেন যে, বাকি সবাই যখন নিয়ম মানছেন, তখন কেন জকোভিচের জন্য ‘আলাদা নিয়ম’-এ সীলমোহর দিল অস্ট্রেলিয়া সরকার এবং টেনিস অস্ট্রেলিয়া।
তাঁর কথায়, “অস্ট্রেলিয়া সরকার যেভাবে জকোভিচকে সমর্থন জানাল, তাতে মনে হচ্ছে, আমরা বাকি সবাই খুব বাজেভাবে বেকুব বনে গেলাম। সবাই যেন বোকা, কেউই যেন কিছু বোঝে না।“
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার থেকেই। কিন্তু, জকোভিচকে নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টেনিস অস্ট্রেলিয়া অপেক্ষা করায় টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।