Novak Djokovic: 'ওঁর জন্য গোটা গ্র্যান্ডস্ল্যাম বিপদে পড়বে', জকোভিচকে একহাত নিলেন গ্রিক টেনিস তারকা

Updated : Jan 13, 2022 14:18
|
Editorji News Desk

করোনার টিকা তিনি কিছুতেই নেবেন না। এক রকম ধনুকভাঙা পণ করেই ছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ (NovakDjokovic)।

২০২০ সালে যখন সারা বিশ্বে করোনার প্রকোপ চলছে, তখনই জকোভিচ (Novak Djokovic) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, টিকা নিতে তাঁকে কেউ জোর করুক, তা তিনি চান না।

বিশ্বজুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্তের সময়েও গত ডিসেম্বরে নিজের অ্যাকাডেমিতে কচিকাঁচাদের সঙ্গে ছবি তুলেছিলেন মাস্ক ছাড়াই।

অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) খেলতে গেলে টিকা নিতেই হবে, এমন ঘোষণা আগেই করেছিল ওই দেশের সরকার। টিকা না নেওয়ার জন্য ভিসাও বাতিল করা হয়েছিল জকোভিচের। তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করলে ভার্চুয়াল শুনানিতে জকোভিচের পক্ষেই রায় দেন বিচারক। আর এতেই বিতর্কের আগুনে ঘি পড়েছে।

গ্রিক টেনিস তারকা তথা এই মুহূর্তে পুরুষদের টেনিসে বিশ্বের চার নম্বর স্তেফানোস সিতসিপাস (Stefanos Tsitsipas) বলেন, “টিকা না নিয়ে এখন অস্ট্রেলিয়ায় ওপেন (Australian Open) খেলা মানে, জকোভিচের জন্য গোটা গ্র্যান্ড স্ল্যাম বিপদে পড়বে।“

এমনকি ২০২১ সালের ফরাসি ওপেন জয়ী এই প্রশ্নও করেন যে, বাকি সবাই যখন নিয়ম মানছেন, তখন কেন জকোভিচের জন্য ‘আলাদা নিয়ম’-এ সীলমোহর দিল অস্ট্রেলিয়া সরকার এবং টেনিস অস্ট্রেলিয়া।

তাঁর কথায়, “অস্ট্রেলিয়া সরকার যেভাবে জকোভিচকে সমর্থন জানাল, তাতে মনে হচ্ছে, আমরা বাকি সবাই খুব বাজেভাবে বেকুব বনে গেলাম। সবাই যেন বোকা, কেউই যেন কিছু বোঝে না।“

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার থেকেই। কিন্তু, জকোভিচকে নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টেনিস অস্ট্রেলিয়া অপেক্ষা করায় টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

vaccinationaustralia openNovak Djokovic

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত