বিশ্বকাপের (Hockey World Cup 2023) প্রথম ম্যাচেই স্পেনকে ২-০ গোলে হারাল ভারত (Team India)। শুক্রবার রাউরকেল্লায় উদ্বোধনী ম্যাচেই নেমেছিল ভারত। টিমের হয়ে গোল করেন সহ অধিনায়ক অমিত রুইদাস ও হার্দিক সিং।
পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ মিস করেননি রুইদাস। ১২ মিনিটে গোল করে টিমকে এগিয়ে দেন তিনি। ২৬ মিনিটে টিমের দ্বিতীয় গোল করেন হার্দিক সিং। গোটা ম্যাচেই স্পেনের থেকে ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল ভারত।
আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতে চমক সুদর্শন পটনায়েকের, বালি দিয়ে তৈরি দুনিয়ার সবচেয়ে বড় হকি-ভাস্কর্য
গ্রুপ ডি-এর আগামী ম্যাচে ইংল্যান্ডের সামনে নামবে টিম ইন্ডিয়া। শুক্রবারই প্রথম ম্যাচে ওয়েসকে ৫-০ গোলে হারিয়েছে তাঁরা।