সদ্য নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। হকি বিশ্বকাপে (Hockey World Cup 2023) রবিবার টিম ইন্ডিয়ার (Team India) কাঁটা সেই কিউয়িরাই। জিতলেই শেষ আটে পৌঁছে যাবেন হরমনপ্রীত সিংরা। কিন্তু হারলে ঘরের মাঠে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।
এবার বিশ্বকাপে সরাসরি শেষ আটে পৌঁছতে পারেনি ভারত। প্রথম ম্যাচে স্পেনকে হারায় টিম। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধেই আটকে যায়। তৃতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জেতে ভারত। এরই মধ্যে টিমের মিডফিল্ডার হার্দিক সিং ছিটকে গিয়েছেন। রবিবার মরণ-বাঁচন ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলেই শেষ আট নিশ্চিত টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন: ডবলস থেকে বিদায়, অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে আশা জিইয়ে রাখলেন সানিয়া
রবিবার ৭টা থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। মঙ্গলবারই সেই ম্যাচে নামতে হবে ভারতকে।