বক্সিংয়ে জোড়া সোনা জিতে রবিবার কমনওয়েলথ গেমস শুরু করল ভারত। মহিলা ও পুরষ দুটি বিভাগেই বিলেতের মাটিতে ইংরেজ বধ করেছেন ভারতীয় বক্সাররা। প্রথম লড়াইয়ে ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন ভারতের নীতু ঘাঙ্ঘাস। পাঁচ শূন্য় ব্যবধানে তিনি হারান ইংল্যান্ডের ডেমিস-জেড রেজস্তানকে। এর ঠিক পরেই, আর এক ব্রিটিশ কিয়ারান ম্যাকডোনাল্ডকে একই ব্যবধানে হারিয়ে সোনা জেতেন ভারতের অমিত পাঙ্ঘল।
কমনওয়েলথ গেমসেই এইবারই প্রথমবার রিঙে নেমেছিলেন নীতু। এর আগে, যুব বক্সিং চ্যাম্পিয়নশিপে দু বার সোনা জিতেছেন ভারতীয় এই বক্সার। কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতেই বাবাকে তা উৎসর্গ করেছেন নীতু। কারণ, তাঁর সাফল্য এসেছে বাবার জন্য। গত তিন বছর কোনও বেতন না নিয়ে ছুটিতে আছেন নীতুর বাবা। লক্ষ্য শুধু একটাই - আন্তর্জাতিক মঞ্চে মেয়ের সোনা জয়। সেই লক্ষ্যে আজ সফল ভগবান। তাঁর লড়াই আপাতত শেষ হল কমনওয়েলথের মঞ্চে মেয়ে নীতুর সোনা জয়ের সাফল্যে।