ব্যবধান মাত্র কয়েকঘণ্টার। এবার কমনওয়েলথে লক্ষ্যভেদ লক্ষ্য সেনের। পুরুষদের সিঙ্গলসে মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন এই ভারতীয় শাটলার। যদিও প্রথম গেমে হেরে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় গেমে দুরন্ত কামব্যাক করে ম্যাচে ফেরেন তিনি। ম্য়াচের ফল ১৯-২১, ২১-৯, ২১-১৬। এই প্রথম কমনওয়েলথে সোনা জিতলেন লক্ষ্য সেন।
গত কয়েকমাস আগে তাঁর দাপটে টমাস কাপ জিতেছিল ভারত। সেই তখন থেকেই লক্ষ্য সেনকে নিয়ে একটু একটু করে প্রত্যাশা তৈরি হচ্ছিল। কিন্তু বিলেতের মাটিতে দলগত বিভাগ, এমনকী সিঙ্গলসে প্রথম দিকে খুব একটা ছন্দে পাওয়া যায়নি উত্তরখণ্ডের এই শাটলারকে। কিন্তু সোমবার একেবারে ভিন্ন লক্ষ্য।
এরআগে বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন। এই বছর অল-ইংল্য়ান্ডের ফাইনালে উঠে রানার্স হয়েছেন। সোমবার আর লক্ষভ্রষ্ট হননি তিনি। বিলেতের মাটিতে ভারতের বিশতম সোনা লক্ষ্য সেনের হাতে।