দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন চিনের হ্যাংঝুতে এশিয়ান গেমস ২০২৩ এর মহিলাদের ৫০ কেজি বক্সিং ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন।
সেমিফাইনালে থাইল্যান্ডের চুথামাত রাকসাতের বিপক্ষে ৩:২ তে হেরে ব্রোঞ্জ জিতেছেন। জারিন এবং রাকসাত এই বছরের শুরুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন।
আগের দিন, পারভীন হুদা সর্বসম্মত সিদ্ধান্তে উজবেকিস্তানের সিতোরা তুর্দিবেকোভাকে হারিয়ে মহিলাদের 57 কেজি সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। 23 বছর বয়সী ভারতীয় বক্সার, শীর্ষ চারে জায়গা করে নেওয়ার মাধ্যমে, পরের বছর প্যারিস 2024 অলিম্পিকের জন্য একটি প্রথম এশিয়ান গেমসের পদক এবং একটি কোটা অর্জন করেছেন৷