বছরের প্রথম গ্র্যান্ড স্লামেই অঘটন। অস্ট্রেলিয়া ওপেনের (Australia Open 2023) দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal)। প্রথম ম্যাচে জিতেছিলেন। কিন্তু আমেরিকার ম্যাকেঞ্জি ম্যানডোনাল্ডের বিরুদ্ধে ৩ সেটের ম্যাচে হেরেই বিদায় নাদালের।
গতবছর থেকেই চোট নিয়ে ভুগছেন নাদাল। এদিন কোর্টেও কোমরের ব্যথার জন্য চিকিৎসক ডাকতে হয়। বুধবার রড লেভার এরিনায় ২ ঘণ্টা ৩২ মিনিটের লড়াই হয়। ৩৬ বছরের নাদাল ৪-৬, ৪-৬ ও ৫-৭ স্কোরে হারেন।
আরও পড়ুন: নমুনা পরীক্ষায় নিষিদ্ধ বস্তু, ডোপিংয়ের অভিযোগে আপাতত সাসপেন্ড দ্যুতি চাঁদ
এবার অস্ট্রেলিয়া ওপেনে শীর্ষ বাছাই ছিলেন নাদাল। চোট নাদালের খেলায় স্পষ্ট প্রভাব ফেলেছিল। কিন্তু চোট নিয়েও খেলা ছাড়েননি নাদাল। শেষ পর্যন্ত খেলেন। বিদায়ের পর রড লেভার এরিনার দর্শকদের অভিবাদন দিয়ে মাঠ ছাড়েন।