যুদ্ধের প্রভাব এসে পড়ল ফুটবল মাঠে। মারডেকা কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন। ফলে নতুন করে সাজাতে হচ্ছে টুর্নামেন্টের সূচি। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারতীয় ফুটবল দলও।
প্রথমে সে সূচি ঠিক হয়েছিল, তার ভিত্তিতে আগামী ১৩ অক্টোবর মারডেকা কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে মালয়েশিয়ার খেলা ছিল। একই দিনে আরেকটি সেমিফাইনালে তাজিকিস্তানের বিরুদ্ধে প্যালেস্টাইনের ম্যাচ ছিল। সেমিফাইনালে বিজয়ীদের ১৭ অক্টোবর ফাইনাল খেলার কথা ছিল৷ ওই দিনই সেমিফাইনালে পরাজিত দুই দলের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল।
প্যালেস্টাইন নাম তুলে নেওয়ায় সূচি সম্পূর্ণ বদলে ফেলতে হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, ১৩ অক্টোবর ভারত এবং মালয়েশিয়া নিজেদের মধ্যে সেমিফাইনাল খেলবে। ১৭ তারিখ সেমিফাইনালের বিজয়ী দল খেলবে তাজিকিস্তানের বিরুদ্ধে। তাজিকিস্তান সরাসরি ফাইনাল খেলবে। যেহেতু তিনটি দেশই অংশ নিচ্ছে, তাই তৃতীয় স্থান নির্ধরাক ম্যাচ হবে না।