অধিনায়ককে ছাড়াই তৃতীয় টেস্ট খেলতে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে! মায়ের অসুস্থতার জন্য সিরিজের আগেই দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বুধবারই ভারতে ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু, মায়ের অসুস্থতা না কমায় তা সম্ভব হয়নি। তাঁর মা বর্তমানে প্যালেটিভ কেয়ারে রয়েছেন বলেও জানান প্যাট কামিন্স। তিনি দলে না থাকায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার পেস বোলিং শক্তি দুর্বল হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
এর আগেও কামিন্স না থাকাকালীন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। দিল্লি টেস্টে একমাত্র পেসার হিসাবেও খেলেছিলেন কামিন্স। তবে, ইন্দোরে দলে রয়েছেন মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন।
টেস্ট সিরিজের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজ। সেই ওয়ানডে সিরিজেও কামিন্স দলের অধিনায়ক। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কামিন্স ভারতে আর ফিরবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।