২০০২ বিশ্বকাপে যাদের কাছে হেরে স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল লুই ফিগোর পর্তুগালের (Portugal vs South Korea), চলতি বিশ্বকাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে সেই দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এর আগে পরপর দুই ম্যাচে জয় পেয়ে ইতিমধ্যেই গ্রুপ এইচ থেকে সেকেন্ড রাউন্ডে উঠে গিয়েছে পর্তুগাল। গ্রুপ শীর্ষস্থানটি ধরে রাখার জন্য ফার্নান্দো স্যান্টোজের দলের প্রয়োজন আর মাত্র একটি পয়েন্ট।
আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচের আগে ফুটবলে চার্জ দেওয়া হচ্ছে! কিন্তু কেন?
অন্যদিকে, পর্তুগালের প্রাক্তন ফুটবলার তথা অধুনা দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো'র ছেলেদের এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে (Qatar World Cup 2022) সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। নক আউট পর্বে যাওয়ার জন্য তাদের এই ম্যাচে জিততেই হবে। শেষ ম্যাচে ঘানার (South Korea) বিরুদ্ধে দু'গোল খেয়েও ফের দু'গোল শোধ করে ম্যাচে ফিরে এলেও শেষ মিনিটে ম্যাচটি হেরে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। ২০১০ এর পর আর বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি 'এশিয়ার বাঘ' বলে খ্যাত এই দল। ২০০২ এর সেমিফাইনালিস্টরা কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে পর্তুগালকে (Portugal vs South Korea) হারিয়ে দিলে তা একপ্রকার অঘটনেরই সামিল হবে।
সেই অঘটনের আশায় বসে গোটা দক্ষিণ কোরিয়া।