সুরকির কোর্টে আরও একটা ইতিহাস। ফরাসি ওপেন পের রাফায়েল নাদালের। এই নিয়ে ১৪ বার ফ্রান্স জয় করলেন এই স্প্যানিশ টেনিস তারকা। রবিবার পুরুষদের ফাইনালে প্রায় হাঁটুর বয়সী নরওয়ের ক্যাসপার রুডকে স্রেফ উড়িয়ে দিলেন বাঁ-হাতের এই জাদুকর। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-০। স্ট্রেট সেটে ম্য়াচ জিতে ফের সুরকি সম্রাট হলেন রাফা।
সেমিফাইনাল খেলতে নামার আগে ৩৬তম জন্মদিন পালন করেছিলেন তাঁর ভক্তদের মাঝে। নিজের ফর্ম সম্পর্কে তিনি বলেছিলেন, ৩৬ বছর বয়সেও পা চলছে এটাই যথেষ্ট। কারণ গত কয়েক বছর ধরে হাঁটুর চোট তাঁকে বারবার ভুগিয়েছিল। কিন্তু হাতের শাসন তাঁর এখনও একই রকম। তাই এদিনও প্রায় ১৩ বছরের ছোট রুডকে কোনও সময়ে নড়তে দিলেন না। কোর্ট এবং বেসলাইনে একই ভাবে রুডকে পরাস্ত করে গেলেন।
এই প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন তেইশ বছরের নরওয়ের টেনিস খেলোয়াড় ক্য়াসপার রুড। সেমিফাইনাল জয়ের পরেই তিনি বলেছিলেন, সামনে রাফায়েল নাদাল তিনি ভাবতেই পারছেন না। তেইশ বছরের এই টেনিস তারকা প্রথম দুটি সেটে খানিকটা প্রতিরোধ তৈরি করেছিলেন। কিন্তু ম্য়াচের বয়স যত বেড়েছে ততই যেন নাদালের কাছে নিজের হার কার্যত স্বীকার করে নিয়েছেন নরওয়ের এই টেনিস তারকা।
ম্যাচের মধ্যেও চলে রাফার নামে জয়ধ্বনি। যার জন্য আম্পায়রকে বারবার দর্শকদের থামাতে হয়। এসবের মধ্য়েই ফরাসি ওপেন জয়। এই নিয়ে ১৪ বার। এই জয়ের পর দাবি উঠল পরের বছর থেকে ফরাসি ওপেন নয়, নাদাল ওপেন করা উচিত।