রবিবার রাত । এক অসাধারণ বিশ্বকাপ ফাইনালের (Fifa World Cup Final) সাক্ষ্মী থেকেছে গোটা বিশ্ব । এমন ম্যাচ ফুটবল ইতিহাসে মনে হয় দেখা যায়নি । সেইসঙ্গে রেকর্ড গড়ল জিও সিনেমা (Jio Cinema) । টিভিকে ছাপিয়ে গেল ডিজিটাল প্ল্যাটফর্ম ৷ ১১০ মিলিয়নের বেশি রিচ হয়েছে । রেকর্ড সংখ্যক মানুষ বিশ্বকাপ দেখলেন জিও সিনেমায় (Jio Cinema breaks record) ।
ডিজিটালে বিশ্বকাপ দেখা যাচ্ছিল জিও সিনেমা প্ল্যাটফর্মে । বিশ্বকাপ শুরুর সময় থেকেই প্রচুর মানুষ জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করেছে । বিশ্বকাপের দিন থেকে শুরু করে বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করার নিরিখে শীর্ষে রয়েছে জিও সিনেমা । ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং বাংলা-সহ একাধিক ভাষায় লাইভ স্ট্রিমিং করা হয়েছে । কোনও ক্রিকেট ম্যাচে এত রিচ, এরকম রেকর্ড দেখা যায়নি ।
আরও পড়ুন, West Bengal Weather Update: পৌষ পড়তেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, তাপমাত্রা আরও কমবে, জানালো হাওয়া অফিস
উল্লেখ্য, প্রথমদিকে, জিও সিনেমার উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মানুষ । প্রথম ম্যাচ দেখার সময় মুহূর্তে মুহূর্তে বাফারিং থেকে শুরু করে ধারাভাষ্য শুনতে না পাওয়া, দশ মিনিটের মতো টানা খেলা দেখতে না পাওয়ার অভিজ্ঞতা হয় অনেকের । ফেসবুক এবং ট্যুইটারে প্রবল জনরোষের মুখে পড়ে জিও। যার জেরে ক্ষমাও চান তারা ।