সাফল্যের পথটা খুব একটা মসৃন ছিল না ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি রিঙ্কু সিং-য়ের (Rinku Singh)। লড়াই আর পরিশ্রমকেই পাথেয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। KKR-এর রিঙ্কুকে পাওয়া যেন ফারিস্তার থেকে কম কিছু না। সম্প্রতি দেশের হয়েও দারুন খেলেছেন রিঙ্কু সিং। দেশে ফিরেই মা বাবাকে টিম ইন্ডিয়ার জার্সি তুলেদিলেন ক্রিকেটার। ‘যাঁদের কারণে এই সবকিছু শুরু হয়েছে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছে।’- এই ক্যাপশন লিখেই সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন KKR তারকা।
World Athletics Championships 2023: এশিয়ার রেকর্ড ভেঙে ইতিহাস! বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিলে ফাইনালে ভারত
দুজনের মুখেই হাসি মাখানো। যেন গর্বের হাসি। উল্লেখ্য, রবিবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেশের জার্সি পরে অভিষেক হয় ২৫ বছরের এই তারকার। রিঙ্কুর ব্যাটে ভর করে ১৮৫ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও জিতে ফেলে। আলিগড় থেকে বড় হয়ে টিম ইন্ডিয়ার জার্সি পরার এই সফর সহজ ছিল না। ম্যাচের সেরা খেতাব হাতে নিয়ে রিঙ্কু জানান, কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন তিনি।