বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচ । তার আগে বড় শাস্তি হল রোহিত শর্মা-র । তাঁর বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে । তাও আবার একবার নয় তিন-তিনবার । জানা গিয়েছে, মুম্বই থেকে পুনে আসার সময় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন রোহিত । ভারতের অধিনায়ককে জরিমানাও ধার্য করা হয়েছে ।
অভিযোগ, মুম্বই-পুনে হাইওয়েতে প্রতি ঘণ্টায় ২০০কিমি বেগে গাড়ি চালিয়েছেন রোহিত! এমনকি বেশ কয়েক বার গতি ছুঁয়েছে ২১৫কিমি/ঘণ্টা! সাধারণত হাইওয়েতে ১০০ কিমি বেগে গাড়ি চালানোর নিয়ম রয়েছে । সেখানে সর্বোচ্চ গতি পার করে দিয়ে গাড়ি চালানোর বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে ট্রাফিক বিভাগ । আইন ভাঙার জন্য তিন বার তাঁর চালান কাটা হয়েছে বলে খবর।