সচিন তেন্ডুলকার । ক্রিকেট জগতের কিংবদন্তি মাস্টার ব্লাস্টার । খেলা ছেড়েছেন ঠিকই,তবে,সচিনকে ক্রিকেট মাঠে, কিংবা ব্যাট হাতেই দেখতে অভ্যস্ত দেশবাসী । কিন্তু, সেই সচিনই এবার হাতে তুলে নিলেন গল্ফের স্টিক । খেললেনও । বিশ্বকাপ জ্বরে যখন গোটা দেশ কাঁপছে, ঠিক সেই মুহূর্তে. ভারতের বাইরে গল্ফের মাঠে সময় কাটাতে দেখা গেল সচিনকে ।
দুবাইয়ে গিয়েছিলেন সচিন । চলছে ডিপি ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপ । সেখানে গল্ফ আইকন ররি ম্যাকলরয়ের সঙ্গে দেখা করেন তিনি । ররিকে নিজের সই করা ভারতের জার্সি উপহার দেন । গল্ফ কীভাবে খেলতে হয়, তাও শিখলেন । এই প্রথমবার গল্ফ স্টিক হাতে নিয়েছিলেন সচিন । তাঁকে গল্ফ শেখান নিউজিল্যান্ডের রায়ান ফক্স ।