ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক । কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার মুখ খুললেন কমিটির নতুন কর্তা সঞ্জয় সিং । তাঁর কথায়, এই বিষয়ে তিনি বিস্তারিত জানেন না । সরকার ঠিক কী বলেছে, সেটা ভাল করে দেখে, তারপর তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন । অন্যদিকে, নতুন কমিটি সাসপেন্ডের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন কর্তা ব্রিজভূষণ । বজরং-কে আক্রমণ করেছেন তিনি ।
সদ্য নির্বাচিত কমিটির সভাপতি সঞ্জয় সিংয়ের দাবি, 'আমি বিমানে ছিলাম। তাই বিস্তারিত ভাবে কিছু জানি না। আমি এখনও কোনও চিঠিও পাইনি। প্রথমে দেখব সরকার ঠিক কী বলেছে, তার পরে আমরা পদক্ষেপ করব।' ব্রিজভূষণ বলছেন, 'আমি কুস্তি থেকে অবসর নিয়েছি। কুস্তির সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি সমস্যার সমাধান করবে। এই সাসপেন্ড করার নেপথ্যে আমার কোনও ভূমিকা নেই।’’