IPL 2024 KKR VS SRH : একদিকে শাহরুখের ব্ল্যাঙ্ক-চেক, অন্যদিকে BCCI-এর প্রস্তাব, কোনদিকে যাবেন গম্ভীর ?

Updated : May 26, 2024 20:45
|
Editorji News Desk

২০১২ সাল । চিপকে তাঁর নেতৃত্বেই আইপিএল (IPL 2024) ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR) । কাট টু ২০২৪ । আবারও সেই চিপক । আরও একটা আইপিএল ফাইনালে (KKR VS SRH) কেকআর । এবারও কলকাতার সঙ্গে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) । বদলেছে তাঁর ভূমিকা । ১২ বছর পর তিনি কলকাতার মেন্টর । গৌতি-র ফিরে আসার পরই আইপিএল-এর ময়দানে দলের দুরন্ত কামব্যাকও চোখে পড়ার মতো । তাই, কেকেআর-এর কর্ণধার শাহরুখ চাইছেন, আগামী ১০ বছর কলকাতার সঙ্গে থাকুন গম্ভীর । জানা গিয়েছে, ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে ব্ল্যাংক চেকও নাকি পাঠিয়ে দিয়েছেন বলি বাদশাহ (Shah Rukh Khan) । 

শাহরুখ যখন গম্ভীরকে ছাড়তে নারাজ, তখন ভারতীয় দলের জন্য গৌতি-কে কোচ হিসেবে চাইছে বিসিসিআই (BCCI) । তাঁর কাছে নাকি রোহিতদের হেডমাস্টার হওয়ার প্রস্তাবও গিয়েছে বোর্ড কর্তৃপক্ষের তরফে । ক্রিকেটমহল বলছে, গম্ভীর এখনও কোনও আবেদন জমা দেননি । তাঁকেই কোচ হিসেবে বেছে নেওয়া হবে, এমন নিশ্চয়তার বার্তা পেলেই তিনি আবেদন জমা দিতে পারেন বলে সূত্রের খবর । আবার এদিকে, শাহরুখের ব্ল্যাঙ্ক চেকও আছে । যে কোনও একটি পথ বেছে নিতে হবে গম্ভীরকে । কেকেআর মেন্টর নাকি ভারতীয় দলের কোচ, গম্ভীরের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় দেশবাসীও । 

চিপকে শুরু হয়েছে মহারণ । কলকাতা বনাম হায়দরাবাদ । প্রথম দুই ওভারেই সাফল্য পেয়েছে কেকেআর । প্রথম সাফল্য আসে স্টার্কের ব্যাটে । দ্বিতীয় উইকেট তুলে নেন বৈভব । প্রতিবেদনটি লেখা পর্যন্ত, দুই ওভারের শেষে দুই উইকেটে ১৫ রান সানরাইজার্স হায়দরাবাদের । 

Shah Rukh Khan

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত