তিন বছর পর ঘরের মাঠে প্রথম খেলা নাইটদের, তাতেও আবার দুরন্ত জয়, সেই আনন্দ উদযাপনে মাঠেই 'পাঠান'এর হুক স্টেপ নেচে নিলেন কিং খান। সঙ্গে নিলেন কাকে? প্রতিদ্বন্দ্বী দলেরই অধিনায়ক বিরাট কোহলিকে।
বৃহস্পতিবারের ম্যাচে আরসিবি-কে হারিয়ে এই মরশুমের প্রথম পয়েন্ট ঘরে তুলল কেকেআর। জয়ের পর মাঠে প্রবেশ শাহরুখের। নিজের টিমের সকলকে অভিনন্দন জানিয়েই এগিয়ে গিয়ে বিরাটকে উষ্ণ আলিঙ্গন কিং খানের। ইডেনের মেজাজ ধরে রেখে কোহলিকে নিয়েই নেচে উঠলেন 'ঝুমে যো পাঠান'এর হুকস্টেপ।
বৃহস্পতিবারের ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স।