গত কয়েকদিন সমস্ত জল্পনাকে সত্যি করেই, বিয়ে করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিক। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোয়েব। শনিবার, নিজের সোশ্যাল মিডিয়া থেকেই বিয়ের ছবি শেয়ার করেন পাক ক্রিকেটার।
শোয়েব সানার প্রেম নিয়ে গুজব রটেছিল আগেই, এবার তাতেই সিলমোহর দিলেন জুটি। এদিকে অনেক দিন ধরেই, সানিয়া মির্জার সঙ্গেও তাঁর বিচ্ছেদের খবর রটেছিল।
Children’s Film Festival 2024: ২৫ জানুয়ারি থেকে শুরু খুদেদের চলচ্চিত্র উৎসব , সেজে উঠছে নন্দন চত্বর
উল্লেখ্য, শোয়েব এবং সানিয়া ২০১০ সালে হায়দরাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৮ সালে এই দম্পতির প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। দিন কয়েক আগেও ছেলের সাঁতারের প্রতিযোগিতায় একসঙ্গে দেখা গিয়েছিল শোয়েব সানিয়াকে।