প্রবল চাপের মধ্যে ছিলেন শুভমন গিল। বিশাখাপত্তনম টেস্টে ভালো পারফর্ম না করতে পারলে ভারতীয় দলে জায়গা ধরে রাখাই কঠিন হত তাঁর জন্য। একের পর এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। বিশাখাপত্তনম টেস্টেও প্রথম ইনিংসে রান পাননি। অবশেষে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ডকে হারিয়ে শুভমন জানিয়েছেন, ব্যাট করার সময় রীতিমতো বুক কাঁপছিল তাঁর।
শুভমন জানান, ইনিংসের
প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁর বুক রীতিমতো কাঁপছিল। তার মধ্যেই ঝকঝকে শতরান করেছেন তিনি। তরুণ ভারতীয় ব্যাটারের কথায়, "ভারতীয় দলে খেলার চাপ এটাই। ১০৪ করার পরেও আমার মধ্যে একটা চাপ কাজ করছিল।"
শুভমন জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। এর আগে কখনও এমন অভিজ্ঞতা হয়নি তাঁর।
শুভমন বলেছেন, অন্যের কথায় তিনি খুব একটা কান দেন না। কিন্তু শেষ তিনটি ম্যাচে রান পাননি তিনি। প্রথম ইনিংসে যে ভাবে আউট হয়েছিলাম, তাতে হতাশ লাগছিল। এই হতাশার জন্যই হয়তো নিজের উপর চাপ তৈরি করে ফেলেছিলেন।