টি-২০ বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। তার মধ্যেই বড় ধাক্কা খেল দ্বীপরাষ্ট্র। ধর্ষণের অভিযোগে সিডনি থেকে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলাকা। সিডনির হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয় ভোররাতে। জানা গিয়েছে, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী এক মহিলার সঙ্গে আলাপ হয় গুণতিলাকার। সেই মহিলার অভিযোগ, একটি বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই সিডনি থেকে গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার। তাঁকে ছাড়াই কলম্বোর বিমান ধরে দেশে রওনা হয়ে গিয়েছে বাকি দল।
গুণতিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণ-সহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
উল্লেখ্য, বিশ্বকাপের শুরু থেকেই এই নির্ভরযোগ্য বাঁ-হাতি তেমন ছন্দে ছিলেন না। কোয়ালিফায়ার রাউন্ডে নামিবিয়ার বিরুদ্ধে কোনও রান না করেই ডাগআউটে ফিরে যান তিনি। চোটের কারণে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতেও খেলেননি গুণতিলাকা।