২০১৩ সালে শেষ বার আইসিসি ট্রফি জিতেছে ভারত। গত ১১ বছরে খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি টিম ইন্ডিয়ার। সাত মাস আগেও বিশ্বকাপের ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে।
বার্বাডোজে শনিবার ফাইনালটি সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার জন্য আইসিসি শিরোপা জয়ের শেষ সুযোগ ফলে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেব রোহিত শর্মাকে। সম্প্রতি রোহিতদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
সম্প্রতি পিটিআইকে সৌরভ বলেন, 'আমার মনে হয় না, রোহিত সাত মাসের মধ্যে দুটো বিশ্বকাপের ফাইনাল হারতে পারে। এভাবে দুটো ফাইনাল হারলেই হয়তো বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবে রোহিত। দুর্দান্ত ব্যাটিং এবং অধিনায়কত্ব করেছে রোহিত। আমি আশা করি এই ধারাবাহিকতা আগামীকালও অব্যাহত থাকবে। আমি তাঁদের জয় কামনা করি। আশা করি কাল ভাগ্য কিছুটা সহায় থাকবে, কারণ বড় টুর্নামেন্ট জেতার জন্য এটা দরকার।'