৩ দিন আগেই প্রয়াত হয়েছেন ফুটবলের কিংবদন্তি পেলে। ফুটবল সম্রাটের মৃত্যুর পর তাঁকে বিশ্বের বিভিন্নপ্রান্তের ফুটবলপ্রেমীরা নানাভাবে স্মরণ করছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও পড়ল তার আঁচ। রবিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বনাম অ্যাস্টনভিলা ও নটিংহ্যাম ফরেস্ট বনাম চেলসি'র ম্যাচের আগে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা স্মরণ করেন পেলেকে। ম্যাচগুলির আগে স্টেডিয়ামে ১ মিনিট নীরবতা পালন করা হল তাঁর স্মৃতির উদ্দেশে।
তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য পেলেকে গত শতাব্দীর অন?যতম শ্রেষ্ঠ ফুটবল প্রতিভা হিসেবে গণ্য করা হয়। বেশ কয়েকমাস ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। অবশেষে, গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীকে ভারাক্রান্ত করে প্রয়াত হন তিনি।