নারী দিবসের দিন কন্যা সন্তানের জন্ম দিলেন উমেশ যাদব (Umesh Yadav) পত্নী তানিয়া৷ দ্বিতীয় বার বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের পেসার৷ ২০২১ সালের জানুয়ারিতে উমেশ তানিয়া জন্ম দেন প্রথম কন্যা সন্তানের। দু'বছরের মাথায় ফের সুখবর শোনালেন এই ক্রিকেট তারকা৷ নিজেদের গর্বিত বাবা-মা হিসেবে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছেন উমেশ।
Ellyse Perry: দু'বার চুল ধুয়েও যাচ্ছে না রঙ, 'হোলি' খেলে বিপাকে RCB তারকা এলিস পেরি
মজার বিষয় হল, উমেশ শেষবার যখন তাঁর পরিবারে নতুন সদস্য আগমনের খবর শেয়ার করেছিলেন ২০২১ সালে তখনও ভারত অস্ট্রেলিয়ার একটি সিরিজ চলছিল। সম্প্রতি ইন্দোরেও চলছে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট, সেখানে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন উমেশ। ৯ মার্চ, টিম ইন্ডিয়া আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।