প্রায় যেন 'ফিনিক্স পাখি'-র মতো উঠে এলেন বরুণ চক্রবর্তী! তিন বছর আগে ছ'টি ম্যাচ খেলে মাত্র ২ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর সঙ্গে এই বরুণ চক্রবর্তীকে আর মেলাতেই পারছেন না তাঁর ঘনিষ্ঠ অনুরাগীরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি উইকেটও না পাওয়া বরুণ চক্রবর্তী শেষ ৫ ম্যাচে নিয়েছেন মোট ১৩টা উইকেট। ভারত হেরে গেলেও কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের মুখে তাই চওড়া হাসি। আসলে অনেকেই ভেবেছিলেন যে, কেরিয়ার শেষ হয়ে গেল বরুণ চক্রবর্তীর। ভাবা যায়নি, তিন বছর পর প্রায় রূপকথার নায়কের মতো উত্থান হবে বরুণের!
নিজের বোলিংকে কার্যত পুরোটাই বদলে ফেলতে হয়েছে বরুণ চক্রবর্তীকে। কীভাবে এই কাজ সম্ভব করেছেন, সে কথাও জানান তিনি। তিনি বলেন, 'নিজের বোলিং-এর ভিডিয়ো দেখতাম বসে বসে। তখনই আবিষ্কার করি যে, আমার সাইড স্পিন বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করছে না"। এই পর্যবেক্ষণের পরেই শুরু হয় তাঁর নিজের বোলিং বদলানোর প্রক্রিয়া। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে অন্তত দু’বছর সময় লেগেছে বরুণের। প্রথমে স্থানীয় লিগে। তারপরেই আইপিএলে এই বোলিং করেন তিনি। রবিবার পাঁচ উইকেট নেন তিনি। তিনি আগে সাইড স্পিন করতেন। এখন তা বদলে করেন ওভার স্পিন। তাঁর নিয়ন্ত্রণও আগের থেকে যথেষ্ট ভাল বলে মনে করেন বরুণ।
ওভার স্পিন এমন এক ধরনের বোলিং, যেখানে বল বেশি পাক খায়। হাতের তালু ব্যবহার করে বল ছাড়া হয়। যে কারণে বোলারের হাত থেকে বল বেরনোর পর, তা অন্য বলের চেয়ে বেশি গতিতে উইকেটে পড়ে। পাশাপাশি তালু ব্যবহার করায় বল পিচে পড়ে বাড়তি লাফায়। গতি, বাউন্স এবং স্পিনের মিশেল থাকে ওভার স্পিনে। যা ব্যাটারকে কঠিন পরীক্ষার মুখে ফেলে।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপে দলে ছিলেন বরুণ চক্রবর্তী। কিন্তু, তেমন বলার মতো পারফর্ম্যান্স করতে পারেননি তিনি। কিন্তু এবার ফিরে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচে আট উইকেট। দ্বিতীয় ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। গম্ভীরের পরামর্শেই ভেল্কি দেখাতে শুরু করলেন বরুণ চক্রবর্তী, এমনটাও বলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই।