সেলিব্রিটিদের নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। যুগের পর যুগ ধরেই হয়ে আসছে তা। অন্তত, উপমহাদেশে এই চিত্র খুবই 'সুলভ'। তবে, 'গুরু'কে নিয়ে ঠাট্টা করায় তাঁর ভক্ত আরেকজনকে খুন করে ফেলবে, এমন ঘটনা সচরাচর শোনা যায় না। সেই মর্মান্তিক ঘটনাটিই এবার ঘটল তামিলনাড়ুতে। বিরাট কোহলিকে নিয়ে ঠাট্টা করায় তাঁর ভক্ত হত্যা করলেন রোহিত শর্মার এক ভক্তকে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পোয়ুর গ্রামে। ২১ বছর বয়সী বিরাট-ভক্ত এস ধর্মরাজ হত্যা করেন ২৪ বছর বয়সী রোহিত-ভক্ত পি ভিগনেশকে। দুজনেই মত্ত অবস্থায় ছিলেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে পি ভিগনেশ এবং ধর্মরাজ নামের দুই বন্ধু কোহলি ও রোহিতকে নিয়ে আলোচনা করছিলেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আলোচনাই আচমকা বচসায় পরিণত হলে বিরাট তথা আরসিবি ফ্যান ধর্মরাজ মেজাজ হারিয়ে একটি বোতল ও ক্রিকেট ব্যাট নিয়ে রোহিত ভক্ত ভিগনেশের উপর চড়াও হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভিগনেশের। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেন ধর্মরাজ।
জানা গিয়েছে, ধর্মরাজের কথা বলার সমস্যা রয়েছে। আটকে আটকে কথা বলেন তিনি। উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় ধর্মরাজের সেই সমস্যা নিয়ে ভিগনেশ ঠাট্টা শুরু করার পর বিরাটের পারফরম্যানসকেও তুলনায় টানলে আর রাগ ধরে রাখতে পারেননি ধর্মরাজ।
এই ঘটনার পর সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। 'অ্যারেস্ট কোহলি' হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে টুইটার ট্রেন্ড।