বলিউডের কিং যেমন শাহরুখ, তেমনই ক্রিকেটজগতের কিং বিরাট কোহলি । ভারতীয় ক্রিকেটারের খ্যাতি শুধু কাশ্মীর থেকে কন্যাকুমারীতেই সীমাবদ্ধ নয়... এমনকী বিদেশেও তাঁর অগণিত ভক্ত, সে সাধারণ মানুক হোক বা কোনও তারকা । সম্প্রতি, কোহলির প্রতি তাঁর মুগ্ধতার কথা ব্যক্ত করেছেন ইতালির মহিলা ফুটবল দলের অন্যতম সদস্য আগাতা ইসাবেলা সেন্টাসো । বিরাট নাকি তাঁর মতে শ্রেষ্ঠ ক্রিকেটার ।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী সেন্টাসোকে প্রশ্ন করেন, তাঁর প্রিয় ভারতীয় ক্রিকেটার কে ? প্রশ্নের জবাবে, বিশ্বকাপের জার্সি পরা কোহলির একটি ছবি পোস্ট করেন । সেইসঙ্গে জুড়ে দিয়েছেন বিশেষ ইমোজি । বুঝিয়ে দিয়েছেন, কোহলি সর্বকালের সেরা ক্রীড়াবিদদের অন্যতম । একইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি জার্সি পরে নিজের একটি ছবি ভাগ করে নিয়েছেন ইসাবেলা ।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ইসাবেলা । ফুটবল খেলার পাশাপাশি মডেলিংও করেন সুন্দরী । বিভিন্ন খেলা তিনি দেখেন । তবে, ক্রিকেট তাঁর অন্যতম পছন্দের খেলা । সময়-সুযোগ পেলে ভারতের খেলাও যে দেখে থাকেন প্রায়, তা বোঝাই গিয়েছে ।