ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ২২ গজে ফিরলেন বিরাট কোহলি! পরিবারকে সময় দেওয়ার কারণে গত ২ মাস ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে সোমবার আইপিএল খেলতে বেঙ্গালুরু পৌঁছলেন তিনি।
না। বাস্তবে ছেলে-মেয়েকে নিয়ে বেঙ্গালুরু পৌঁছননি তিনি। বরং যে টি-শার্টটি বেশ নজরকাড়া। কারণ সেটিতে ইংরেজিতে লেখা DAD। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভামিকা এবং অকায়কে একপ্রকার সঙ্গে নিয়েই ২২ গজে বিরাট।
আরও পড়ুন - ঠিক যেন 'সাপের ছোবল'! ফের ম্যাচে 'স্নেক শট' মারলেন রাশিদ খান, দেখুন ভিডিয়ো
বেঙ্গালুরুতে পৌঁছেই মাঠে নেমে পড়েছেন বিরাট। দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। যে ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।