দীর্ঘ ১৬ বছরে কোহলিরা যা পারেননি, তা দ্বিতীয় মরশুমেই করে দেখালেন স্মৃতি মন্ধানারা। রবিবার মহিলা প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের লাখো লাখো ভক্ত।
দল মহিলা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর রীতিমতো উৎসবের মেজাজে বেঙ্গালুরু। রাস্তায় রাস্তায় ভিড় জমিয়েছেন অনুরাগীরা। রাস্তা গিজ গিজ করছে লাল এবং সোনালি রঙের পোশাক পরা ভক্তদের ভিড়ে। যে ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - বিরাটদের ব্যর্থতা মুছলেন স্মৃতি, দিল্লিকে হারিয়ে মেয়েদের আইপিএল আরসিবির
গত ১৬ বছর ধরে আইপিএল জয়ের জন্য অপেক্ষায় ছিলেন RCB-ভক্তরা। কিন্তু এখনও পর্যন্ত একবারও আইপিএলের মুকুট ওঠেনি বিরাটদের মাথায়। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হয়েছে। যা নিঃসন্দেহে RCB ভক্তদের ক্ষতে প্রলেপ।