প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) শেষকৃত্য সম্পন্ন হবে আজ, শুক্রবার।
ইতিমধ্যে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে (Delhi) পৌঁছে গিয়েছে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৩ জনের নিথর দেহ। শুক্রবার পূর্ণ সামরিক মর্যাদায় রাজধানীতেই হবে শেষকৃত্য। শেষ শ্রদ্ধা জানাতে আসছেন শ্রীলঙ্কার সেনাপ্রধান।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকেই শুরু হয়ে গিয়েছে সেনার ‘শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান’। রাত ৯টা নাগাদ বিপিন রাওয়াতকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), মন্ত্রী অজয় ভাট (Ajay Bhatt) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।
শুক্রবার কামরাজ মার্গ থেকে বিপিন রাওয়াতের মরদেহ নিয়ে শোকযাত্রা করবে সেনা। যা শেষ হবে ব্রার স্কোয়ার শ্মশানে। পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য।
শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন রাওয়াতকে। ওই সময় করজ মার্গের বাড়িতে সেনা সর্বাধিনায়কের মরদেহ শায়িত থাকবে। অন্যদিকে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা অবধি শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন সেনাকর্মীরা।