এক করোনায় রক্ষে নেই, দোসর নতুন আতঙ্ক। মহারাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে মিউকরমাইকোসিস। ব্ল্যাক ফাঙ্গাসের কবলে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ১৫০০ পেরিয়ে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে একথা জানিয়েছেন।
গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার প্রায় সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করে মিউকরমাইকোসিস। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিড চিকিৎসায় যথেচ্ছভাবে স্টেরয়েড ব্যবহার বন্ধ করতে হবে। ডায়াবেটিস ও শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অনেকের মধ্যে এই ছত্রাকজনিত রোগে সংক্রমিত হচ্ছেন। কারণ, স্টেরয়েডের ফলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায়।