মাঝ-ব্রহ্মপুত্রে মর্মান্তিক নৌকাডুবি (Brahmaputra Boat Collision) । যাত্রীবাহী দুই নৌকার ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুই নৌকা মিলিয়ে প্রায় শ'খানেক যাত্রী ছিলেন। যাদের মধ্যে বহু যাত্রীই নিখোঁজ। আপাতত জোরকদমে চলছে উদ্ধারকার্য।
গুয়াহাটি থেকে প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার দূরে জোরহাটের নিমাতি ঘাটের কাছে যে দুর্ঘটনাটি ঘটেছে। মাজুলি দ্বীপ থেকে একটি নৌকা আসছিল নিমাতি ঘাটের দিকে, অন্যদিকে উল্টোদিকে যাত্রার জন্য জলপথ ধরেছিল।
ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুই নৌকা একেবারে কাছাকাছি এসে পড়ে আড়াআড়ি তাদের মধ্যে ধাক্কা লাগে, যার পরই এই ভয়াবহ নৌকাডুবি। আপাতত অসমের স্টেট ডিসাস্টার রেসপন্স ফোর্সের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছেন।