করোনা রুখতে ‘বুস্টার শট’-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্ব স্বাস্থ্যসংস্থা WHO -এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামিনাথন।বিজ্ঞানীর জানিয়েছেন, ‘ বুস্টার শট-এর উপর এখনই ভরসা করা ঠিক নয়। কারণ করোনা মোকাবিলায় এটি অদৌ কার্যকরী কি না তা নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে এখনও পৌছনো সম্ঙব হয়নি।’’ বরং বেশ কিছু দেশের রিপোর্ট দেখে স্বামিনাথন জানিয়েছেন, কেউ যদি দু’টি আলাদা সংস্থার টিকা নেন, তাতে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে অনেক বেশি।
করোনার দু’টি টিকা নেওয়ার পর আরও একটি টিকা নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় বলে দাবি করছেন বিজ্ঞানীদের একাংশ। এই তৃতীয় টিকাটিকে বলা হচ্ছে ‘বুস্টার শট’।