সব জল্পনার অবসান, পরের বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বহুজন সমাজবাপার্টি একলাই লড়াই করবে, ঘোষণা করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। শুধু উত্তরপ্রদেশেই নয়, সামনের বছর ভোট রয়েছে উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ায় বিধানসভাও। সেসব রাজ্যেও একলা লড়াই করবে বিএসপি। তবে, আসন্ন পাঞ্জাব বিধানসভা ভোটে একমাত্র শিরোমণি অকালি দলের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে মায়াবতীর দল।