কৃষি আইন বাতিলের প্রক্রিয়া নিয়ে আর দেরি করতে চায় না মোদী সরকার। আজ, বুধবারই বসতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকেই কৃষি আইন বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হবে বলে জানা গিয়েছে। শীতকালীন অধিবেশনে কৃষি আইন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন।
আরও পড়ুন, আইন বাতিল যথেষ্ট নয়, কেন্দ্র আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন জারি , জানালেন রাকেশ টিকাইত
গুরুনানকের জয়ন্তীতে নয়া কৃষি আইন বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের বিরোধিতা মেনে নিয়ে তিনটি কৃষি আইন তুলে নেওয়া হল বলে ঘোষণা করেন মোদী। যদিও সংযুক্ত কৃষক মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ফসলের ন্যায্যমূল্য, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার দাবিতেও সরব কৃষক নেতারা।