কোভিডের নয়া প্রজাতি (Covid New Variant) ওমিক্রন (Omicron) নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি লিখে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব (Union Health Secretary) রাজেশ ভূষণ। কোভিড মোকাবিলায় বেশি করে করোনা পরীক্ষা, কনটেন্টমেন্ট জোন, নজরদারি, টিকাকরণ ও স্বাস্থ্যবিধি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ নিয়েও রাজ্যগুলোকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, এই নতুন প্রজাতির ভাইরাসের জন্য রাজ্যে কোভিড টেস্টের (Covid Test) হার বাড়াতে হবে।
আরও পড়ুন: ওমিক্রন নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক বিমান চলাচলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি লিখে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কিছু কিছু রাজ্যে RT-PCR পরীক্ষা করতে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। করোনার নতুন প্রজাতির মোকাবিলায় আরও বেশি কোভিড পরীক্ষা বাড়ানো ছাড়া অন্য কোনও পথ খোলা নেই।