দেশের বিচারবিভাগীয় পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুকে (Kiran Rijiju) এই আবেদন করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এন ভি রমণা। লোকসভার শীতকালীন অধিবেশনে এই প্রসঙ্গ তোলার পরামর্শ দেন তিনি।
মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে শনিবার একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি এন ভি রমনা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী কিরণ রিজিজু। সেখানেই প্রধান বিচারপতি বলেন, "ভারতের স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে যেতে চলল। কিন্তু বিচারবিভাগীয় পরিকাঠামো উন্নয়ন নিয়ে এতদিন কোনও গুরুত্ব দেওয়া হয়নি। পাঁচ শতাংশ আদালতে প্রাথমিক চিকিৎসা করা হয়। ২৬ শতাংশ আদালতে মহিলাদের কোনও শৌচাগার নেই। ১৬ শতাংশ আদালতে শৌচাগারই নেই। দেশের ৪৬ শতাংশ আদালতে কোনও পানীয় জলের ব্যবস্থা নেই।"
বিচারবিভাগের আর্থিক পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি এনভি রমণা। কিরণ রিজিজুর কাছে লোকসভার শীতকালীন অধিবেশনে এই নিয়ে পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গ তোলার অনুরোধও করেন তিনি।