লখিমপুরকাণ্ডে কৃষক মৃত্যু নিয়ে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে কংগ্রেস। রবিবার বারাণসীতে প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন প্রিয়ঙ্কা গান্ধী। প্রতিবাদ সমাবেশের নাম দেওয়া হয়েছে কিষাণ ন্যায় র্যালি। সকালে বারাণসীতে বিশ্বনাথ দর্শন সেরে কর্মসূচি শুরু করবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। এরপর যাবেন দূর্গা মন্দিরে। দুপুর ১:১৫ নাগাদ বারাণসীর জগৎপুর কলেজ গ্রাউন্ডে কিষাণ ন্যায় র্যালিতে যোগ দেবেন প্রিয়ঙ্কা।
লখিমপুরকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। এর আগে আশিস মিশ্রর গ্রেফতারি চেয়ে লখিমপুরকাণ্ডে নিহত সাংবাদিক রমণ কাশ্যপের বাড়ির সামনে অনশন শুরু করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। আশিস পুলিশের কাছে হাজিরা দেওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।