মঙ্গলবার সংসদে কৃষকমৃত্যু নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তাঁর কথায়, 'কৃষি আইন ভুল ছিল বলে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী(PM of India)। ওদিকে কৃষিমন্ত্রী(Agriculture Minister) বলছেন কৃষক মৃত্যুর কোনও তথ্য সরকারের কাছে নেই'!
এর পাশাপাশি তিনি জানান, পাঞ্জাবের(Punjab) কংগ্রেস(Congress) সরকার কৃষক মৃত্যুর পর আর্থিক সাহায্য দিয়েছে। হরিয়ানা(Haryana) থেকেও কৃষক(Farmer) মৃত্যুর তথ্য আছে। সেই তথ্য লোকসভায়(Loksabha) পেশ করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তোলেন রাহুল।
অন্যদিকে সংসদ ভবনের বাইরে অবস্থানে বসেন তৃণমূল(TMC) সাংসদরা। ১২ জন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভে শামিল হন বিরোধী সাংসদরা। সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে সামিল হয়েছেন বিক্ষোভরত তৃণমূল(TMC) সাংসদরা।
আরও পড়ুন- Bajrang Dal Attack: ধর্মান্তকরণের অভিযোগে মধ্যপ্রদেশের মিশনারী স্কুলে ব্যাপক ভাঙচুর চালাল বজরং দল
মঙ্গলবার সেখানে এসে দেখা করেন কংগ্রেস(Congress) সাংসদ অধীর চৌধুরী(Adhir Chowdhury), লোকসভায় তৃণমূলের(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhyay)। কেন্দ্রের অনমনীয় মনোভাবের তীব্র নিন্দা করেছেন এই দুই বর্ষীয়ান নেতাই।