লখিমপুর খেরির হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে দীর্ঘ ১২ ঘণ্টা জেরার পর গ্রেফতার করেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। জেরায় প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।
গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। যদিও ঘটনার ৬ দিন পর, পুলিশের কাছে হাজিরা দিলেন খুনে অভিযুক্ত আশিস মিশ্র।
জানা গিয়েছে, শনিবার খোদ ডিআইজি জিজ্ঞাসাবাদ করছেন মন্ত্রী-পুত্রকে। তালিকায় রয়েছে ৩২টি প্রশ্ন। জানতে চাওয়া হয়, ঐ ঘটনার সময় কোথায় ছিলেন আশিস মিশ্র। তিনি কি উপ মুখ্যমন্ত্রীকে আনতে গিয়েছিলেন? সঙ্গে কারা ছিল? মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হয়।