টানা তিনদিন কোভিডের (Covid 19) দৈনিক সংক্রমণ (Daily Case) নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৬,০৪১ জন। মৃত্যুর সংখ্যা ২৭৬। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৯,৬২১ জন। তিন দিন ৩০ হাজারের নিচেই থাকল দৈনিক সংক্রমণ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোভিড আক্রান্ত হয়েছেন ৩ কোটি, ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে ফিরেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। অতিমারিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪ জন। আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুর হারও কমছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০ জন। দৈনিক সক্রিয় রোগীর হারও কমছে।