অসংসদীয় আচরণের জন্য রাজ্যসভা(Rajyasabha) থেকে সাসপেন্ড করা হল তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে(Derek O’Brien)। রাজ্যসভায় নির্বাচনী আইন সংক্রান্ত আইন পাশের সময় চেয়ারম্যানের টেবিলে রুল বুক ছুড়ে ফেলেন ডেরেক ও'ব্রায়েন(Derek O’Brien)। তার কয়েক ঘন্টার মধ্যেই সাসপেন্ড করা হয় রাজ্যসভায়(Rajyasabha) তৃণমূলের(TMC) দলনেতা ডেরেক ও'ব্রায়েনকে(Derek O’Brien)।
এই ঘটনার প্রতিক্রিয়ায় টুইট করেন ডেরেক ও'ব্রায়েন(Derek O’Brien)। টুইটে তিনি লিখেছেন, রাজ্যসভায় যেদিন বুলডোজার চালিয়ে কৃষি আইন পাস করিয়েছিল কেন্দ্র, সেদিন আমাকে বহিষ্কার করা হয়। আমরা সবাই জানি তারপর কী হয়েছিল। বিজেপি সংসদীয় কাজকর্মকে প্রায় উপহাসের পর্যায়ে নিয়ে গেছে। একইরকমভাবে বুলডোজার চালিয়ে নির্বাচনী আইন ২০২১ রাজ্যসভা থেকে পাশ করিয়ে নিয়েছে। তখনও আমাকে একইভাবে সাসপেন্ড করা হল। আশা করি এই বিলও খুব দ্রুতই বাতিল করে দেওয়া হবে।'
রাজ্যসভার তৃণমূলের(TMC) দলনেতা ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ, অধিবেশন থেকে ওয়াকআউট করার সময় এই তৃণমূল সাংসদ চেয়ারম্যানের দিকে ছুড়ে মারেন। সেইসময় নির্বাচনী আইন সংশোধনী বিলের বিরুদ্ধে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।
আরও পড়ুন- Abhishek Banerjee: 'ঘৃণা ও হিংসার স্থান নেই বাংলায়', পুরভোটে দলকে শুভেচ্ছা অভিষেকের
সংসদের অধিবেশনে বিশৃঙ্খলা তৈরির দায়ে সাসপেন্ড করা হয় ১২ জন সাংসদকে(MP)। রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোতে এই সাংসদরা(MP) আর রাজ্যসভায় প্রবেশ করতে পারবেন না। এই সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ৬ জন কংগ্রেস(Congress), ২ জন তৃণমূল(TMC), ২ জন শিবসেনা(Shiv Sena), ১ জন সিপিআই(CPI) এবং ১ জন সিপিআইএম(CPIM) সাংসদ রয়েছেন। রাজ্যসভার শীতকালীন অধিবেশনের কোনও বিতর্কে তাঁরা অংশ নিতে পারবেন না।