একই উৎসব কত রকমের অনুভূতি নিয়ে আসে বাংলায়। পুজো মানে কারো কাছে ছুটি ছুটি, নতুন জামা-শিউলি গন্ধ। আর সেই পুজোরই মানে অন্য কারো কাছে কাজ-কাজ-কাজ। তাতেই তাঁদের ঠোঁটের কোনে আলতো হাসির রেশ, কাজের শেষে তৃপ্তির ঘুম। আজকের গল্প মা দুর্গার নয়, বরং তাঁর মুকুটের। বাগবাজার বললেই চোখের সামনে ভেসে ওঠে ডাকের সাজের সাবেকি দুর্গা। সেই বাগবাজার সার্বজনীনের দুর্গার দশ ফুট উচ্চতার মুকুট কোথা থেকে আসছে জানেন? কৃষ্ণনগর থেকে।
মাঝের পাড়া বাগচী লেনের বাসিন্দা শিল্পী রাজকুমার কর। তাঁরই কারখানায় হস্তশিল্পিরা বানাচ্ছেন থার্মোকলের ওপর ডাকের সাজের মুকুট।
দুর্গার মুকুট ১০ ফুট, লক্ষ্মী- সরস্বতীর ৮ ফুট। গত বছরটা অতিমারী-লকডাউনের জেরে একেবারেই ভাল কাটেনি। তবে এবার পরিস্থিতি আগের চেয়ে ভাল। এর মধ্যেই তাঁর কারখানায় তৈরি ডাকের সাজের প্রতিমা পাড়ি দিয়েছে লন্ডন-আমেরিকায়। দেবি পক্ষ পড়তে আর মাত্র ক'দিন। তার আগে দিন-রাত এক করে কাজ চলছে রাজকুমার বাবুর কারখানায়।