৪৭-এর দেশভাগ এবং ৭১-এর মুক্তিযুদ্ধের পর বহু বাঙালি শরণার্থী তত্কালীন পূর্ব পাকিস্তান ছেড়ে আশ্রয় নিয়েছিলেন ভারতের বিভিন্ন জায়গায়। উত্তরাখণ্ড তার মধ্যে অন্যতম। সেরাজ্যের উধম সিং নগরে এখনও বাস করেন কয়েক লক্ষ বাঙালি শরণার্থী পরিবার। সেই পরিবারগুলিকে ইস্যু করা 'কাস্ট সার্টিফিকেটে' এতদিন উল্লেখ থাকত 'পূর্ব পাকিস্তান' শব্দটির। তবে বৃহস্পতিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করলেন যে এবার থেকে তা আর থাকবে না।
উধম সিং নগরে বসবাসকারী বাঙালিদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে পুষ্কর ধামি জানান যে খুব শিগগির এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব আনা হবে মন্ত্রিসভায়। এর আগে শরণার্থী বাঙালি পরিবারগুলির তরফে 'পূর্ব পাকিস্তান' শব্দটি তাঁদের সার্টিফিকেট থেকে মোছার আবেদন জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে।