ভবানীপুরের খালসা ইংলিশ স্কুলে বিজেপির তোলা ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন।
এদিন বেলাতেই এক যুবকের ভোট দেওয়া ঘিরে উত্তেজনা ছড়ায় ভোটকেন্দ্রে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অভিযোগ তোলেন ভুয়ো ভোট দিচ্ছিলেন ওই যুবক। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয় বিজেপির তরফে।
সেই অভিযোগের প্রোক্ষিতেই কমিশন জানিয়েছে, ঘটনার কোনও সত্যতা মেলেনি। বিজেপির অভিযোগ ভিত্তিহীন ও সারবত্তাহীন বলে খারিজ করেছে নির্বাচন কমিশন। ওয়েব কাস্টিংয়ে কোনও গরমিল ধরা পড়েনি, জানাল কমিশন