একদিকে বৃষ্টি, অন্যদিকে হাতির উপদ্রব। জোড়া কোপে ঘুম ছুটেছে বাঁকুড়ার ধানচাষিদের। নিম্নচাপের কারণে শুরু হয়েছে অতিবর্ষণ । যার ফলে একদিকে যেমন সবজির ক্ষতি হয়েছে তেমনি ডুবে রয়েছে বিঘের পর বিঘে ধান জমি।
এরওপর আবার চিন্তা বাড়িয়েছে রাতের অন্ধকারে হাতির তাণ্ডব । হাতির তাণ্ডবের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এই ছবি সোনামুখী ব্লকের মানিক বাজার পঞ্চায়েতের মহেশপুর গ্রামের । বুনো হাতির দল বিঘার পর বিঘা ধান জমি নষ্ট করেছে ।
পুজোর আগে ধানের এই ব্যাপক ক্ষতিতে মাথায় হাত চাষিদের। । সন্ধ্যা হলেই হাতির দল লোকালয়ে চলে আসছে,দাঁতালের আতঙ্কে দরজায় খিল এঁটে বসে থাকতে হচ্ছে গ্রামবাসীকে।স্থানীয় বাসিন্দারা জানান , ফসলের যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেই অনুপাতে তারা ক্ষতিপূরণ পাচ্ছেন না ।